Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রধানমন্ত্রী কৃষি এবং কৃষকের উন্নতিকল্পে শনিবার দিল্লির পুসা ক্যাম্পাস থেকে যেসব প্রকল্পের শুভ সূচনা হয় তা লাইভ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে দেখানো হল হাওড়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষকদের। কৃষক কল্যাণ, কৃষি স্বনির্ভরতা এবং গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করতেই মূলত এই উদ্যোগ। হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে (Howrah KVK) এদিনের অনুষ্ঠানে এলাকার কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে তিনশো-রও বেশি কৃষক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের লাইভ সম্প্রচার

দেশের মাননীয় কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে আগামীদিনে ভারত সরকারের কৃষি পরিকল্পনা সম্বন্ধে অবহিত হন কৃষকরা। মাননীয় প্রধানমন্ত্রী, ধনধান্য কৃষি যোজনা এবং ডাল শস্যে আত্মনির্ভরতা মিশনের পাশাপাশি ৪২ হাজার কোটি টাকারও বেশি অর্থ মূল্যের বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা করেন এদিন।

অনুষ্ঠানে ব্যাপক হারে কৃষকদের অংশগ্রহণ

হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই অনুষ্ঠানটি মহাসমারোহে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা অধিকরণের সহ-অধিকর্তা ডঃ অমিতাভ ব্যানার্জি। অনুষ্ঠানের শুরুতে এদিনের অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন হাওড়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডঃ কিরণময় বাড়ৈ। পাশপাপাশি ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা করেন তিনি। কৃষি বিজ্ঞান কেন্দ্রের আরেক বিজ্ঞানী ড. সুদীপ্ত ব্যানার্জি প্রাকৃতিক চাষ এবং মাটির স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। রবি মরশুমের শাক সবজি উৎপাদনের প্রযুক্তি নিয়ে আলোচনা করেন ডঃ কৌশিক নাগ এবং আমন ধান সহ অন্যান্য শীতকালীন ফসলের রোগ-পোকা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন ডঃ অর্ক সামন্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞরা

ড. অমিতাভ ব্যানার্জি ডাল চাষের এলাকা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির সরকারি পরিকল্পনার কথা জানান এবং আগামীদিনে কৃষকদের আরও বেশি বেশি করে ডাল চাষ করার জন্য এগিয়ে আসতে বলেন। এই অনুষ্ঠানে একজন প্রগতিশীল কৃষক প্রাকৃতিক চাষ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সকলকে ড্রোনের ডেমোনস্ট্রেশন করে দেখানো হয়। সামগ্রিকভাবে এই সময় অনুষ্ঠান হাওড়া জেলার কৃষকদের মধ্যে দারুণ সাড়া পাওয়া যায়।

Share it