Share it

সুদীপ্ত চক্রবর্তী: জোরদার আন্দোলনের ভয়েই ইপিএফও-এর নীতি নির্ধারণকারী সংস্থা “সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি‌জ়” বা সিবিটি-এর বৈঠক বেঙ্গালুরু থেকে সরিয়ে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এমনকী বৈঠকের দিনও পরিবর্ত করে ১৩ অক্টোবর করা হয়েছে। এমনই অভিযোগ করলেন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বা এনএসি-এর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রী তপন দত্ত। সিবিটি-এর বৈঠকে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য।

শুক্রবার উত্তর ২৪ পরগনার বারাসতে জেলাশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিতে যান সভাপতি শ্রী তপন দত্ত সহ এনএসি-এর পশ্চিমবঙ্গ শাখার প্রতিনিধিরা। সেখানে তিনি বলেন, শুক্রবার দেশজুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচি মেনে এ রাজ্যেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার দ্রুত ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকা না করলে ১৩ তারিখ দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য তীব্র আন্দোলনে নামা হবে।

Share it