rain-parade
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: খরার মতো পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে মধ্যযুগীয় কুসংস্কারের পথ ধরল মধ্যপ্রদেশের একটি গ্রামের বাসিন্দারা। ঈশ্বরকে তুষ্ট করে বৃষ্টি নামানোর আশায় অন্তত ছ’জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরালেন দামো জেলার বানিয়া গ্রামের বাসিন্দারা। তাঁদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবেন। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। দামোর জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।

এবিষয়ে সংবাদ মাধ্যমগুলি সরব হলে দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানান, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসাবে কয়েক জন কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে রবিবার। তিনি বলেছেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, এক নাবালিকা নগ্ন হয়ে হাঁটছে। তার পাশে ভজন গাইছেন এক দল মহিলা। দামোর জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য শিশু কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথাও স্বীকার করে জানিয়েছেন, ওই মেয়েদের বাড়ির লোকও এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

Share it