Kazind-21
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ধূ ধূ প্রান্তর ধরে দ্রুত বেগে ছুটে যাচ্ছে একের পর এক ট্যাঙ্কার। আর সেগুলিকে টার্গেট করছেন সেনা জওয়ানরা। অত্যাধুনিক ট্যাঙ্কার সহ সমরাস্ত্র নিয়ে কাজাখস্তানের মাটিতে যৌথ সামরিক মহড়ায় নেমেছে ভারতীয় সেনা। দেখলে মনে হবে সত্যিকারের যুদ্ধই চলছে।


আফগানিস্তানে কায়েম হয়েছে তালিবানের শাসন। আফগান সেনাবাহিনীর হাত থেকে কেড়ে নেওয়া অত্যাধুনিক মার্কিন বন্দুক ও মিসাইলে আরও বলীয়ান হয়ে উঠেছে জেহাদি সংগঠনটি। এই পরিস্থিতিতে কাজখস্তানের মাটিতে সামরিক মহড়ায় শক্তিপ্রদর্শন চলছে ভারতীয় ফৌজের।

১ সেপ্টেম্বর থেকে কাজাখ সেনাবাহিনীর সঙ্গে সেদেশে যৌথ মহড়া শুরু করেছে ভারতীয় ফৌজ। এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘KAZIND-21’। সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত চলবে এই ‘মিলিটারি এক্সারসাইজ’। মূলত, সন্ত্রাস দমন ও দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়িয়ে তুলতেই এই মহড়া চলছে। কাজাখ বাহিনীর ১২০ জন ও ভারতীয় সেনার ৯০ জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছে।

মধ্য এশিয়ার প্রগতিশীল দেশ কাজাখস্তানের সঙ্গে বহুদিনের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের। পড়শি আফগানিস্তানে তালিবানের শাসন কায়েম হওয়ায় প্রবল উদ্বিগ্ন কাজাখ সরকারও। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে ‘বন্ধু’ ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করে তুলছে কাজাখস্তান।

Share it