Mumbai Security
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গাড়ির চালককে মাস্ক পরতে বলেছিলেন মুম্বইয়ের এক নিরাপত্তা রক্ষী। তার ফলস্বরূপ তাঁকে গাড়ির বনেটে হ্যাঁচরাতে হ্যাঁচরাতে নিয়ে গেল চালক। এমনই অমানবিক ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। বারবার গাড়ি থামাতে বললেও তাতে রাজি হয়নি চালক। জনৈক পথচারীর মোবাইলে ধরা পড়েছে এমনই ভিডিও।


ওই গাড়িটির চালকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি। জানা যায়নি, ওই নিরাপত্তা রক্ষীর সম্পর্কেও। তবে ভিডিওটি দেখে নিরাপত্তা রক্ষীকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। কর্তব্য পালনে একনিষ্ঠ ওই নিরাপত্তা কর্মী জীবনের ঝুঁকি নিয়েও যেভাবে মানুষকে সচেতন করছেন, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় বলে জানিয়েছেন অনেকে। প্রসঙ্গত, বর্তমানে দেশের মধ্যে এখনও সংক্রমণের দিক থেকে কেরলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।

Share it