নিউজ ওয়েভ ইন্ডিয়া: কাবুলে ফের তালিবানের তাণ্ডব। পাকিস্তান ও আইএসআই-এর বিরুদ্ধে আফগান মহিলাদের বিক্ষোভ মিছিলে গুলি চালান বর্বর তালিবান জঙ্গিরা। সেই বিক্ষোভ মিছিলে পাক-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল। মিছিল থামাতে গুলি চালায় তালিবান। যদিও কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।
Taliban are shooting during mass peaceful demonstrations in our capital. These protestors are demonstrating for the resistance, for Panjshir, and the end to the reign of Taliban/their terror affiliates. pic.twitter.com/qv2jx6LnKl
— Panjshir_Province (@PanjshirProvin1) September 7, 2021
আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকালে কাবুলের রাস্তায় মিছিল চলছিল। বিক্ষোভকারীদের হাতে ছিল আফগানিস্তানের পতাকা। মিছিলে পুরুষরা থাকলেও বহু মহিলা যোগ দিয়েছিলেন। মিছিলে পোস্টার ছিল পাকিস্তান ও তালিবান বিরোধী। ‘স্বাধীনতা চাই’ থেকে শুরু করে ‘পাকিস্তান দূর হটো’, ‘আইএসআই দূর হটো’ প্রভৃতি স্লোগান তুলতে থাকেন তাঁরা। একটি ভিডিয়োতে এক আফগান মহিলাকে বলতে শোনা যায়, “পাকিস্তান বা তালিবান, পঞ্জশির দখল করার অধিকার কারও নেই। এই প্রতিবাদ চলবে। আমাদের স্বাধীনতা দিতেই হবে।”
কিছুক্ষণের মধ্যেই মিছিল লক্ষ্য করে গুলি চালানো শুরু করে তালিবান জেহাদিরা। তবে সংবাদ মাধ্যমের একাংশের দাবি, গুলি চলেছে শূন্যে। তবে গুলি চলার আওয়াজ পেতেই প্রাণ ভয়ে হুড়োহুড়ি শুরু করে দেন প্রতিবাদীরা।