9-11
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আজ থেকে ২০ বছর আগে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনাকারী হিসাবে আমরা সবাই আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকেই জানি। কিন্তু এই হামলার পিছনে আসল মস্তিষ্ক যার সে হল খালিদ শেখ মহম্মদ। মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11 কমিশন ও গোয়েন্দাদের দাবি খালিদই ওই হামলার মূলচক্রী। সেই লাদেনকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলায় রাজি করিয়েছিল।

কিন্তু খালিদ মহম্মদ সহ পাঁচ অভিযুক্তের বিচার এখন কোন পর্যায়ে রয়েছে তা কি আমরা কেউ জানি ? মূলচক্রী খালিদের আইনজীবী ডেভিড নেভিন জানিয়েছেন এই মামলা শেষ হতে আরও নাকি ২০ বছর লেগে যেতে পারে। সুতরাং সন্ত্রাসবাদীদের দমন প্রক্রিয়া যদি এত সময় সাপেক্ষ হয় তাহলে তা জঙ্গিদের মনোবল বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি সাম্প্রতিক আফগানিস্তানে তালিবান শক্তির মাথা চাড়া দিয়ে ওঠাও জঙ্গিদের উৎসাহিত করতে পারে। এমনটাই মনে করছেন ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI5-এর ডিরেক্টর কেম ম্যাকালাম। তাঁর মতে, তালিবানের হাতে আফগানিস্তানের পতনে হয়ত বিশ্বজুড়ে আরও উদ্দীপ্ত হতে পারে সন্ত্রাসবাদীরা।

BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্বজুড়ে মাথা চাড়া দিয়ে উঠতে পারে সন্ত্রাসের গতিবিধি। এমনকী জঙ্গিদের মনোবল বেড়ে গেলেও সেটা অস্বাভাবিক কিছু নয়। আগামীদিনে হয়ত একজোট হয়ে তারা 9/11-এর মতো বড় আকারের কোনও আক্রমণের পরিকল্পনা করে ফেলতে পারে।

Share it