নিউজ ওয়েভ ইন্ডিয়া: হাওড়া জেলা উদ্যানপালন দপ্তরের ব্যবস্থাপনায় অষ্টম দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জেলার ১৪টি ব্লকের কৃষকদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। বিভিন্ন সুরক্ষিত পরিকাঠামো, যেমন – ৫০০ বর্গ মিটার লোহার কাঠামোর পলি হাউস, ২০০ বর্গ মিটার বাঁশের কাঠামোর পলি হাউজ়, ৫০০ বর্গ মিটার বাঁশের কাঠামোর ছায়াঘর, ২০০ বর্গ মিটার বাঁশের কাঠামোর ছায়াঘর প্রকল্প করার জন্য গ্রহণ করা হয়েছে আবেদনপত্র। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বাগনান – ২ ব্লক থেকে।
সব আবেদনকারীদের নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি, কৃষি কর্মাধ্যক্ষ, এ.ডি.এ এবং হাওড়া জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ৯ জানুয়ারি একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। সুরক্ষিত পরিকাঠামো তৈরি করতে হবে কীভাবে, তার ভিতর চাষ করতে হয় কীভাবে সেইসব আলোচনা হয় ওই অনুষ্ঠানে। সমস্ত ব্লকের উপযুক্ত আবেদনকারিদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাপত্র ও পরিষেবা প্রদান করা হয় এদিন।
সুজিত মণ্ডল নামে বাগনান-২ ব্লকের এক কৃষক বলেন, “আমাদের কাছে এসে এমন পরিষেবা দেওয়া জন্য খুব আনন্দিত।”
হাওড়া জেলা উদ্যানপালন দপ্তরের উপ উদ্যানপালন অধিকর্তা ড. সমরেন্দ্র নাথ খাঁড়া বলেন, “দুয়ারে দপ্তরের অল্প কর্মী নিয়ে কৃষি দপ্তরের সহযোগিতায় চাষীদের এমনভাবে পরিষেবা প্রদান করতে পেরে আমরাও খুশি। এবছর প্রথম উদ্যানপালন দপ্তরের পরিষেবা দেওয়া হলো দুয়ারে সরকার ক্যাম্পে।”