নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের গঙ্গাসাগরকে জাতীয় মেলা স্বীকৃতির দাবি জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমে প্রধান পুরোহিত মোহন্ত জ্ঞান দাসের সঙ্গে দেখা করে পূজার্পণের করেন তিনি। এবারে গঙ্গাসাগর মেলায় ১ কোটিরও বেশি পুণ্যার্থী সমাগম হয়েছে এই প্রশ্নের উত্তরে মন্ত্রী সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, “আমি যতদিন এই মেলায় আসছি এত মানুষের ভীড় কখনও দেখিনি। এবারে ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থী ও সাধু-সন্তদের জন্য কলকাতায় আরও বেশি শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু বানিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। যাতে জলপথের পাশাপাশি স্থলপথে আরও বেশি সংখ্যায় পুণ্যার্থীরা আসতে পারেন।”
কৃষিমন্ত্রী প্রশ্ন, “কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বলেছেন দেশের সব তীর্থস্থানগুলিকে জালের মতো ঘিরে দেওয়া হবে তীর্থযাত্রীদের সুবিধার জন্য। এক্ষেত্রে তীর্থস্থানগুলির মধ্যে গঙ্গাসাগর সবচেয়ে প্রতিকূল যাত্রাপথ। তাহলে কেন এই মেলা জাতীয় মেলার স্বীকৃতি পাবে না? শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “আমি এত তীর্থস্থানে গেছি, কোথাও এক সুন্দর ব্যবস্থাপনা দেখিনি। তিনবার কুম্ভমেলায় গেছি। সেখানেও এত ভালো ব্যবস্থা নেই। তাহলে কেনই বা এখানে জাতীয় মেলা সহ সেতু নির্মাণ করা হবে না?”
মন্ত্রীর দাবি, “এত মানুষ আসছেন এই মেলায় এবং তাঁরা চিকিৎসার সুবন্দোবস্তও পাচ্ছেন। মাত্র ১৫ মিনিটেই তাঁদের হাসপাতালে ভর্তি করা সম্ভব হচ্ছে বা গুরুতর রোগীদের এয়ার লিফট করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।”