নিউজ ওয়েভ ইন্ডিয়া: রবীন্দ্র সরোবরে পুষ্প প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল থেকে। তিন দিন ব্যাপী এই পুষ্প প্রদর্শনী চলবে ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই প্রদর্শনী চলবে সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। KMDA আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন হবে আগামীকাল।
এটি পুষ্প প্রদর্শনী হলেও শীতের মরশুমের বিভিন্ন রকম রংবেরঙের ফুলের পাশাপাশি থাকছে বিভিন্ন রকমের ফলের গাছের প্রদর্শনীও। তার মধ্যে রয়েছে কমলা ও মুসম্বি লেবু, গাছে পাতার তুলনায় বেশি এককথায় উপচে পড়ছে এমন ছোটো ছোটো গাছে নানা ধরনের ফল ধরে আছে এমন গাছও ছোখে পড়বে প্রদর্শনীতে গেলেই । এছাড়া বিভিন্ন ধরনের লঙ্কার গাছও থাকবে সেখানে। ফুল, ফলের পাশাপাশি থাকছে বনসাইও। এককথায় উদ্যানপালন বিভাগের অন্তর্ভুক্ত সবরকম গাছই চোখে পড়বে এই প্রদর্শনীতে।
রবীন্দ্র সরোবরের তিন নম্বর গেট দিয়ে ঢুকলে সামনেই দেখতে পাবেন শীতের মরশুমের চোখ জুড়িয়ে যাওয়া রঙিন এই প্রদর্শনী।