Malala Yousufzai
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিয়ে করলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। ইসলামিক রীতিতে তাঁর বন্ধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার আসের মালিককে বিয়ে করেছেন তিনি। ব্রিটেনের বার্মিংহামে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন মালালা।


এক টুইট বার্তায় ২৪ বছর বয়সী এই শান্তিকামী কর্মী জানিয়েছেন, “এই দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। আসের এবং আমি একত্রিত হয়েছি জীবনের জন্য।” ২০১২ সালে তালেবানের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস্-এ রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

নারী শিক্ষার অধিকার নিয়ে আন্দোলনের জেরে ১৫ বছর বয়সে তালেবানের হাতে গুলিবিদ্ধ হন মালালা। গুরুতর আহত মালালা মৃত্যুর সঙ্গে লড়ে সুস্থ হয়ে ওঠেন। এর পর পরিবার নিয়ে ব্রিটেনে চলে যান তিনি। ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা নোবেল শান্তি পুরস্কার পান। এরপর মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে পুরোদস্তুর মানবাধিকার কর্মী হিসেবে বিশ্বজুড়ে আন্দোলনে সরব হন।

Share it