নিউজ ওয়েভ ইন্ডিয়া: সুরাপ্রেমীদের জন্য সুখবর! ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে রাজ্যে কমছে বিলিতি মদের দাম। কিছুটা সস্তা হবে বিয়ারও। আবগারি শুল্ক কমাচ্ছে রাজ্য সরকার। তার জেরেই এই দাম কমছে। এর ফলে বিলিতি মদ ও বিয়ার বিক্রির পরিমাণ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বাড়বে বলে আশা করছেন সরকারি আধিকারিকরা। বাড়বে রাজ্যের সার্বিক আবগারি রাজস্ব আদায়ও।
এবিষয়ে রাজ্য অর্থ দফতর বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। আধিকারিকদের মতে, বিলিতি মদের দাম এখনকার তুলনায় দাম প্রায় ২৫ শতাংশ কমতে চলেছে। ৭৫০ মিলিলিটারের বোতলের ক্ষেত্রে (সর্বোচ্চ ২,০০০ টাকা MRP) দাম ১০০ থেকে ৪৫০ টাকা মতো কমবে। ২,২০০-২,৩০০ টাকা MRP-এর ক্ষেত্রে দাম ৫০০-৬০০ টাকা পর্যন্ত কমতে পারে।
করোনা-লকডাউনের জন্য গত বছর মার্চের শেষ দিক থেকে প্রায় সমস্ত খাতে রাজ্যের রাজস্ব সংগ্রহ থমকে গিয়েছিল। মদের উপর প্রথমে ৩০ শতাংশ বিক্রয় কর বসিয়েছিল সরকার। অতিরিক্ত আবগারি শুল্ক হিসেবে নেওয়া হচ্ছিল সেই টাকা। এতে ২০২০-২১ সালের মোট আবগারি রাজস্ব সংগ্রহে ভাঁটা পড়ে।
সরকারি সূত্রের খবর, ধীরে ধীরে পশ্চিমবঙ্গে দেশি মদের পরিবর্তে সম্পূর্ণ বিলিতি মদ বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ, বিলিতি মদের গুণমান ভালো হওয়ার পাশাপাশি শুল্কের হার বেশি হওয়ায় কোষাগারে বাড়তি অর্থ আসবে।