নিউজ ওয়েভ ইন্ডিয়া: জল্পনাই সত্যি হল। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এজন্য বুধবারই গোয়া থেকে কলকাতায় আসেন তিনি। ফেলেইরো বলেন, “bjp-র বিরোধিতার জন্যই তৃণমূলে যোগ দিলাম। আর এতে আমি খুশি।” তৃণমূলে যোগদানের আগে নবান্নে যান ফেলেইরো। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি।
প্রাক্তন কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফেলেইরো একাই নন। তার সঙ্গে বুধবার তৃণমূলে যোগ দিলেন আরও ৭ কংগ্রেস নেতা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বুধবার দুপুরে তৃণমূলে যোগ দেন তিনি। গোয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতার হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগদান পর্বে ছিলেন সাংসদ সৌগত রায় ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন দল সম্পর্কে ফেলেইরো বলেন, “কংগ্রেস টুকরো টুকরো হয়ে গিয়েছে। অন্য দিকে বিজেপি শাসিত গোয়ায় প্রশাসনিক পরিকাঠামো ভেঙে পড়েছে, গরিবি বাড়ছে।” বুধবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলে যোগ দেওয়ার পরে ফেলেইরো বলেন, “আমি ৪০ বছর ধরে কংগ্রেস করেছি। সেই সুবাদেই বলতে পারি মমতাই BJP-কে হারাতে পারবেন। BJP-এর বিরুদ্ধে লড়াই করা এবং তাদের যে হারানো যায়, তা তিনি করে দেখিয়েছেন।”