নিউজ ওয়েভ ইন্ডিয়া: বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচন। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাড়তি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। ফলে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে শুধুমাত্র ভবানীপুর বিধানসভা এলাকাতেই।
Glimpse of the Dispersal Centre at 159 Bhabanipur Assembly Constituency of Kolkata South District. @SpokespersonECI @ECISVEEP
@rajivkumarec pic.twitter.com/hPvWbJ8wNw— CEO West Bengal (@CEOWestBengal) September 29, 2021
ভবানীপুরের উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভবানীপুরে উপনির্বাচনের দিন এক জন সাধারণ পর্যবেক্ষক, এক জন পুলিশ পর্যবেক্ষক এবং এক জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক থাকবেন। এ ছাড়া শামসেরগঞ্জ ও জঙ্গিপুরে থাকবেন এক জন করে সাধারণ পর্যবেক্ষক এবং এক জন পুলিশ পর্যবেক্ষক।