নিউজ ওয়েভ ইন্ডিয়া: সকাল ৭টা থেকে মোটের ওপর নির্বিঘ্নেই চলছে ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ। পাশাপাশি রাজ্যের আরও দু’টি কেন্দ্র— শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও একই সঙ্গে সকাল ৭টা থেকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে গুরুত্বের দিক থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বা জঙ্গিপুর আসনের থেকে ধারেভারে অনেকটাই এগিয়ে রয়েছে ভবানীপুর। কারণ, দক্ষিণ কলকাতার এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রই ঠিক করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ। ১০ বছর আগে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই বিধানসভা কেন্দ্র থেকেই জিতে প্রথম বার বিধানসভায় গিয়েছিলেন মমতা।
#WestBengalBypolls | Polling underway in Murshidabad for Jangipur constituency, in compliance with COVID norms
(Visuals from booth no. 72 & 72A in Ramjanpur Primary School) pic.twitter.com/SVf561F2Rr
— ANI (@ANI) September 30, 2021
এদিকে মদন মিত্রের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর অভিযোগ, দলবল নিয়ে কামারহাটির বিধায়ক বুথ ক্যাপচার করার উদ্দেশ্যে ৭২ নম্বর ওয়ার্ডের ১২৬ নম্বর বুথের EVM বন্ধ করে দিয়েছেন।
Madan Mitra (TMC MLA) has purposely shut the voting machine here as he wants to capture the booth: Priyanka Tibrewal, BJP candidate for Bhabanipur by-poll at polling booth of ward number 72 pic.twitter.com/lFB5hQytTY
— ANI (@ANI) September 30, 2021