Kabul Airport
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দিল্লি-কাবুল আন্তর্জাতিক উড়ান চলাচল পুনরায় শুরু করার অনুরোধ জানিয়েছে ভারতকে চিঠি দিল Taliban। ১৫ অগস্ট কাবুলের পতন হয়। তারপর থেকেই ভারত-আফগানিস্তান যোগাযোগ বন্ধ। তালিবান সরকারকে স্বীকৃতি দিতেও রাজি নয় ভারত। তাই তাদের সঙ্গে বৈঠকেও আপত্তি রয়েছে নয়া দিল্লির।

সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-কে ৭ সেপ্টেম্বর এই চিঠি পাঠানো হয়েছে। তাতে স্বাক্ষর রয়েছে তালিবান শীর্ষ নেতা হামিদুল্লা আখুন্দজাদার। চিঠিতে আখুন্দজাদা লিখেছেন, “আপনারা জানেন, মার্কিন সেনা ক্ষমতা হস্তান্তরের আগে কাবুল বিমানবন্দরের অনেক ক্ষতি করেছে। কাতারের বন্ধুদের সাহায্যে আমরা সেই বিমানবন্দরটি ফের মেরামত করে তুলেছি।” এর পরই ভারতের সঙ্গে বন্ধ থাকা বিমান যোগাযোগ পুনরায় চালুর আর্জি জানিয়েছেন আফগানিস্তানের নয়া সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আখুন্দজাদা।


গত ৩১ অগস্ট দোহায় তালিবান প্রতিনিধি স্তানেকজাইয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন সে দেশে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। তারপরেও ভারতের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরইমধ্যে ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের তরফে ভারতকে পুনরায় বিমান চলাচল চালুর আর্জি জানিয়ে চিঠি দেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

Share it