Afridi on Taliban
Share it

আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। এ নিয়ে নিজেদের আতঙ্ক গোপন করেননি মোহাম্মদ নবী ও রশিদ খানের মতো আফগান ক্রিকেটাররা। কিন্তু রশিদ খান যাঁকে আদর্শ মেনে বড় হয়েছেন, তাঁর কাছে এ ঘটনা গুরুত্ব পাচ্ছে না। তালিবান ক্ষমতায় আসায় ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।


পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রাক্তন অধিনায়ক ইমরান খান তো নিজের খুশি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। তালিবানের পক্ষেই নিজের অবস্থান জানিয়েছেন তিনি। এবার আফ্রিদিও জানালেন নিজের অবস্থানের কথা। তাঁর কথায়, তালিবান ইতিবাচক মানসিকতা দেখাচ্ছে। আফ্রিদির ধারণা, তালেবান ‘ক্রিকেট ভালোবাসে’ এবং ‘মেয়েদের কাজ করতে দেবে’।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান জানিয়েছেন আফ্রিদি। একটি ভিডিও ক্লিপে আফ্রিদিকে বলতে শোনা গেছে, ‘তালিবান ক্ষমতায় এসেছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা নারীদের কাজ করতে দিচ্ছে। তারা নারীদের রাজনীতিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। তারা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে…এবং আমি বিশ্বাস করি তালিবান ক্রিকেট খুব পছন্দ করে।’

আফ্রিদির মতো অতীতে এমন সমর্থন ইমরান খানের মুখে শোনা গিয়েছিল। গত জুলাইয়ে, আফগানিস্তান তখনো তালেবান দখলে যায়নি, সে অবস্থাতেও ইমরান বলেছিলেন, তালেবান ‘কোনো সৈন্য দল’ নয়, বরং সাধারণ নাগরিক।

Share it