নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাদক মামলায় অবশেষে জামিন পেলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাঁর জামিন মঞ্জুর করে। ৪ আগস্ট বিকেলে তাঁকে গ্রেফতার করে RAB।
পরীমনির বনানীর ১২ নম্বর রোডে ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
১৩ আগস্ট রিমান্ড শেষে তাঁকে ফের জেলে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার তাঁকে জেলে পাঠানো হয়। গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে।
শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে জামিন শুনানির নির্ধারিত সময় তেরো দিন এগিয়ে এনে পরীমনিকে জামিন দিলেন ঢাকার মহানগর ও দায়রা জজ আদালত।