নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘মিশন’ কাবুল অধ্যায় সমাপ্ত। কাবুল বিমানবন্দর ছাড়লেন শেষ মার্কিন সেনা মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ (Chris Donahue)। কাবুল ছাড়ার সেই ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। নির্ধারিত সময়ের একদিন আগেই কাবুল বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা।
"The last American soldier to leave Afghanistan- Major General Chris Donahue, boarded C-17 aircraft on August 30, marking the end of US mission in Kabul," tweets US Department of Defense pic.twitter.com/nScjl4Hfao
— ANI (@ANI) August 31, 2021
ঠিক ১২টা বাজতে এক মিনিট আগে কাবুল বিমানবন্দর থেকে সোমবার মধ্যরাতে শেষ সামরিক বিমান C-17 টেক অফ করে। একদম শেষে পা রাখেন ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ। মার্কিন সামরিক বিভাগের তরফে একটি টুইট করে প্রকাশ করা হয় তাঁর ছবি। নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়েছেন মেজর। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে ফিরে গেল মার্কিন বাহিনী। শেষ সৈনিক হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিলেন ডোনাহিউ।
Taliban celebrates us army out #Afghanistan the Taliban are happy. The lights were turned off at #Kabul Airport. pic.twitter.com/4NW9tWOxqo
— Ali Raza (@MalikAliiRaza) August 31, 2021
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “২০ বছর ধরে আফগানিস্তানে আমাদের সেনা মোতায়েন ছিল। আমরা সব সেনা প্রত্যাহার করলাম।” তালিবানের নিয়ন্ত্রণে চলে যাওয়া আফগানিস্তান থেকে উদ্ধারকাজ চালানোর জন্য সেনা জওয়ানদের প্রশংসাও করেছেন বাইডেন। যাঁরা আফগানিস্তান ছাড়তে চান, তাঁদের নিরাপদে যেতে দেওয়ার যে প্রতিশ্রুতি তালিবান দিয়েছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন বাইডেন।
আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যেতেই আফগানিস্তানকে ‘পুরোপুরি স্বাধীন’ ঘোষণা করেছে তালিবান। কাবুল বিমানবন্দরের পূর্ণ দখল পেয়েই রকেট-গোলাবর্ষণ করে সেলিব্রেশনের শুরু করে দেয় তারা। তালিবান মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘শেষ মার্কিন সেনা কাবুল বিমানবন্দর ত্যাগ করা মাত্র পূর্ণ স্বাধীনতা লাভ করেছে আমার দেশ।’