নিউজ ওয়েভ ইন্ডিয়া: আফগানিস্তান তালিবানের দখল চলে যাওয়ার পর পরই টিভি চ্যানেলে জঙ্গি সংগঠনটির মিডিয়া প্রতিনিধির সাক্ষাৎকার নিয়ে ইতিহাস গড়েছিলেন বেহেস্তা আরগন্দ। এই মহিলা টিভি উপস্থাপিকার সাহসকে কুর্নিশ জানিয়েছিল গোটা বিশ্ব। এর দিন দুয়েকের মধ্যেই নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাইয়ের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।
Beheshta Arghand: Female journalist flees Afghanistan following groundbreaking TV interview with Taliban spokesman – CNN https://t.co/qpsdWl3uV2
— Masoud Popalzai (@MasoudPopalzai) August 30, 2021
এরপরই তালিবানদের চক্ষুশূল হন বেহেস্তা। তাঁকে কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তালিবানি ফতোয়া বিশেষ পছন্দ হয়নি বেহেস্তা আরগন্দের। আর তা না হওয়ারই কথা। এরপরই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন বেহেস্তা। বিষয়টিকে সাংবাদিকতার পক্ষে বিপজ্জনক বলে অভিহিত করেন তিনি। সাধারণ আফগান নাগরিকরা সেক্ষেত্রে কতটা বিপদে সেকথাও উল্লেখ করেন বেহেস্তা। এরপর CNN চ্যানেলে সাক্ষাৎকার দিতেও দেখা যায় তাঁকে।
সাক্ষাৎকারে বেহেস্তা টিভি চ্যানেলে বলেন, হ্যাঁ, লক্ষ লক্ষ আফগান নাগরিকের মতো আমি ও দেশ ছেড়েছি। কারণ, আমি তালিবানকে ভয় পেয়েছি। TOLO নিউজের কর্ণধার সাদ মোহসেনি বেহেস্তার দেশ ছাড়ার কথা স্বীকার করে জানিয়েছেন, আরগন্দের এই ঘটনা প্রতীকী। চ্যানেলের অনেক সাংবাদিকই দেশ ছেড়েছেন ইতিমধ্যেই। আমরা ছেড়ে যাওয়া কর্মীদের জায়গায় নতুনদের নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি।