Arvind Kejriwal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পঞ্জাবে সুইপ করতে চলেছে AAP ! বিভিন্ন বুথফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর সেটা সত্যি হলে ইতিহাস তৈরি হতে চলেছে সর্বভারতীয় রাজনীতিতে। টাইমস নাও-এর টাইমস ভিটোর বুথফেরত সমীক্ষাতেও পঞ্জাবে এগিয়ে আপ। তারা পাচ্ছে ৭০টি আসন। কংগ্রেস ২২, আকালি ১৯, বিজেপি ৫, অন্যান্যরা পাচ্ছে ১টি আসন।

সি ভোটার-এর বুথফেরত সমীক্ষায় পঞ্জাবে আপ পাচ্ছে ৫১ থেকে ৬১টি আসন। কংগ্রেস পাচ্ছে ২২ থেকে ২৮টি আসন। আকালি দল পাচ্ছে ২০ থেকে ২৮ টি আসন। বিজেপি পাবে ৭ থেকে ১৩টি আসন এবং অন্যান্যরা ১ থেকে ৫টি আসন।

ইন্ডিয়া টু’ডে-র এক্সিস মাই ইন্ডিয়া Exit Poll-এর সমীক্ষায় দাবি, ১১৭ আসনের মধ্যে পঞ্জাবে ৭৬ থেকে ৯০টি আসন পাবে কেজরিওয়ালের দল। কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ৩১টি আসন। বিজেপির ঝুলিতে থাকবে ১ থেকে ৪টি আসন। আকালি দল পাচ্ছে ৭ থেকে ১১টি আসন।

তবে ভারতের ভোট-রাজনীতির ইতিহাস বলছে, অনেক সময়ই বুথফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না। আবার এমন সমীক্ষার সঙ্গে ভোটের প্রকৃত ফল মিলে যাওয়ার উদাহরণও কম নয়।

Share it