MSME Forum
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কেবলমাত্র কাজ পাওয়াটা লক্ষ্য নয়, প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সর্বতোভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন তিনি ও তাঁর এই সংস্থা। MSME ফোরামের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন মমতা বিনানি।

Grand Launch of MSME Development Forum, West Bengal
Grand Launch of MSME Development Forum, West Bengal

বৃহস্পতিবার কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে মমতা বিনানি জানান, “রাজ্যে প্রচুর মহিলা এবং পুরুষ আছেন যারা এককভাবে কাজ করছেন। কিন্তু, কোনওভাবেই লক্ষ্যে পৌঁছতে পারছেন না। ফলে তাদের তৈরি জিনিসপত্র কারোর নজরেই আসে না। শুধুমাত্র জিনিস বানালেই হবে। না তাকে সঠিক জায়গায় বিক্রি করতে হবে। প্রয়োজনে সেই সব জিনিসকে বিদেশের বাজারে বিক্রি করার জন্য রাস্তা খুলে দিতে হবে। আর সেই কাজ করার জন্যই আমি এই দায়িত্বভার গ্রহণ করেছি সভাপতি পদে।”

Grand Launch of MSME Development Forum, West Bengal and felicitation of Dr. Mamta Binani as its President
Grand Launch of MSME Development Forum, West Bengal and felicitation of Dr. Mamta Binani as its President

পশ্চিমবঙ্গের যা সংস্কৃতি আছে, তা নিয়ে যে একটা বড় বাজার তৈরি করা যেতে পারে, এতে তাঁর কোনও সন্দেহ নেই বলে জানিয়েছেন ফোরামের নতুন সভাপতি। সেই লক্ষ্যে তিনি প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আবেদন করতে চলেছেন বলেও মমতা বিনানি জানিয়েছেন। রাজ্যের MSME দফতরের সঙ্গে যৌথভাবে তারা কাজ করার জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন। এজন্য প্রথমেই তিনি জোর দিতে চান মহিলাদের ওপরে।

সম্মেলনে উপস্থিত ছিলেন MSME ডেভেলপমেন্ট ফোরাম, নিউ দিল্লি শাখার চেয়ারম্যান রজনীশ গোয়েঙ্কা, NSIC কলকাতার চিফ জেনারেল ম্যানেজার সুরেশ কারমালি, MSME ডেভেলপমেন্ট ইন্সস্টিটিউট কলকাতার জয়েন্ট ডিরেক্টর দেবব্রত মিত্র, MSME ডেভেলপমেন্ট ফোরাম পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক প্রমোদ গোয়েঙ্কা এবং SIDBI অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সিদ্ধার্থ মণ্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Share it