নিউজ ওয়েভ ইন্ডিয়া: “আজ গণতন্ত্রের উৎসবের দিন। আজ থেকেই শুরু হোক আগাম হোলি”, উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে BJP-এর বিশাল জয়ের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যের ভোটারদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান অসংখ্য কর্মী, সমর্থক।
মোদী বলেন, “উত্তরাখণ্ডে পরপর দু’বার বিজেপি সরকার গড়তে চলেছে। এটা নতুন ইতিহাস তৈরি করল দল। গোয়াবাসীও তৃতীয়বার কাজের সুযোগ করে দিয়েছেন বিজেপিকে। প্রধানমন্ত্রী বলেন, “কোটি কোটি মা-বোনেরা আমাদের সুরক্ষাকবচ। তাঁদের সমর্থন আমাদের কাছে আশীর্বাদ। দেশের মহিলারা বিজেপিকেই ভরসা করেন”।
নরেন্দ্র মোদী আরও বলেন, “উত্তরপ্রদেশ সহ চার রাজ্যের ২০২২-এর এই ফল চব্বিশের লোকসভা নির্বাচনের রাস্তা দেখিয়ে দিল। এই সরকার গরিবদরদী, গরিবকল্যাণেই জোর দিয়ে এসেছে। আগামীদিনেও গরিবের কল্যাণেই কাজ করবে।”