নিউজ ওয়েভ ইন্ডিয়া: চলতি আর্থিক বর্ষে রাজ্যের আয় বেড়েছে। আগের অর্থবর্ষের তুলনায় ৩.৭৬ গুণ বৃদ্ধি হয়েছে রাজস্ব আদায়। আর্থিক প্রতিকূলতা, করোনা কালে কর্মক্ষেত্রের দুর্দশা, উৎপাদন শিল্পে মন্দা সব সামলেও রাজস্ব আদায় বৃদ্ধিকে বড় প্রাপ্তি বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর তা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে এই বাজেটকে ‘জয় বাংলা’ বাজেট বলে অভিহীত করেন। তিনি জানান, সামগ্রিকভাবে ৮ গুণ বেশি বরাদ্দবৃদ্ধি হয়েছে। করোনা কালে যা যথেষ্ট প্রশংসনীয় বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে ১১২ পাতার বাজেট আংশিকভাবে পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর অর্থ দফতরের উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে বাজেট বিশ্লেষণ করেন মুখ্যমন্ত্রী। এবার একনজরে দেখে নেওয়া যাক ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বাজেটের মূল ঘোষণাগুলি –
১. মোট বাজেট – ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটি টাকা
২. রাজস্ব আদায় – ৭৯,৩৪৭ কোটি টাকা (আগের তুলনায় ৩.৭৬ গুণ বেশি)
৩. বিধবা পেনশন খাতে বরাদ্দ বেড়ে ২৫০০ কোটি টাকা
৪. স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৭ হাজার ৫৭৭ কোটি টাকা
৫. নগরোন্নয়নে বরাদ্দ প্রায় ১৩ হাজার কোটি টাকা
৬. সামাজিক প্রকল্পে বরাদ্দবৃদ্ধি – ১০.৭ গুণ
৭. ‘লক্ষ্ণীর ভাণ্ডারে’ বরাদ্দ – ১ কোটি টাকা
৮. কৃষিতে বরাদ্দবৃদ্ধি -৩৩.২ গুণ
৯. পরিবহণ কর, রেজিস্ট্রেশন ফি মকুব, বাজেট বরাদ্দ ১,৭৮৮ কোটি টাকা
১০. CNG চালিত যানবাহনে রোড ট্যাক্স মকুব ( ২ বছরের জন্য)
১১. ফ্ল্যাট-বাড়িতে করছাড়ের মেয়াদবৃদ্ধি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (২ শতাংশ)
১২. শিক্ষাক্ষেত্রে মোট বরাদ্দ ৩৫,১৯,২৯০ কোটি টাকা
১৩. ক্রীড়াক্ষেত্রে মোট বরাদ্দ প্রায় ৭৫০ কোটি টাকা
১৪. পর্যটন ক্ষেত্রে বরাদ্দ প্রায় ৪৬৮ কোটি টাকা
১৫. উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ ৭৯৭.৪৩ কোটি টাকা