The U.S. Navy guided-missile destroyer USS Laboon fires a Tomahawk land attack missile April 14, 2018. U.S. Navy/Mass Communication Specialist 3rd Class Kallysta Castillo/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘ভুল করে ছোড়া’ ভারতের মিসাইল পাকিস্তানের মাটিতে আছড়ে পড়েছিল। সেই ভুলের জন্য দুঃখপ্রকাশ করে শুক্রবার তড়িঘড়ি সেই ভুল শোধরানোর প্রক্রিয়া শুরু করে দিল নয়াদিল্লি। গত ৯ মার্চ ওই মিসাইল পাকিস্তানে পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আছড়ে পড়ে। এই ভুলের জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতের ক্ষেপণাস্ত্রের পাকিস্তানে প্রবেশের খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে তারা জানায়। পাকিস্তানের বায়ুসেনাও ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতে দেখেছে। এরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

কেন্দ্রের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত ত্রুটিবিচ্যুতির জন্যই ওই ঘটনা ঘটেছিল। আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এই দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণহানি ঘটেনি। ভারত সরকার ইতিমধ্যেই ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

Share it