রুনা খামারু, কলকাতা: হুগলি গ্রামীণ পুলিশ সুপারের উদ্যোগে সিঙ্গুর থানার সহযোগিতায় ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে গাছের চারা লাগানো হল বৃহস্পতিবার।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অরূপ মণ্ডল সহ অন্যান্যরা।
পুলিশের পক্ষ থেকে সিঙ্গুর মহামায়া স্কুলে বৃক্ষ রোপনের পাশাপাশি, সিঙ্গুর স্কুল মোড়ে পথচলতি মানুষদের গাছের চারা বিতরণ করা হয়। এরপর পথ দুর্ঘটনা রুখতে জন সাধারণকে সচেতন করতে পদযাত্রাও করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার্থে বিতরণ করা হয় চারা গাছ।