কালনা চকবাজারে মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী তপন পড়েল সহ অন্যান্যরা।
Share it

রুনা খামারু, কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুক্রবার সকালে কালনার চকবাজার এলাকায় ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করল রাজ্য সরকার। শুক্রবার সকাল ৯টা নাগাদ সেখানে উপস্থিত হন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ।

বাজারে জিনিসের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে। তাই মুখ্যমন্ত্রীর বৈঠকে ঠিক হয় আলু, পেঁয়াজ বাজারজাত দামের থেকে কম দামে দেবে রাজ্য সরকার। সেই মতো এদিন সকালে কালনার চক বাজারে চলতি দরের থেকে কেজিতে দু টাকা কমে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রয় শুরু হল।

উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী তপন পড়েল সহ অন্যান্যরা।

Share it