Arrest
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভারতে সন্ত্রাসের জাল ছড়ানোর পরিকল্পনা করেছে পাকিস্তান। সেই পরিকল্পনা আরও স্পষ্ট হয়েছে আরও এক জঙ্গি পুলিশের জালে ওঠায়। এবার মহারাষ্ট্রে এক সন্দেহভাজন জঙ্গিকে যৌথ অভিয়ান চালিয়ে গ্রেপ্তার করেছে সন্ত্রাস দমন শাখা ও মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃত জঙ্গির নাম জাকির। শনিবার তাঁকে যোগেশ্বরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা কর্তাদের দাবি, দিল্লিতে ধৃত জান মহম্মদ শেখকে মুম্বইতে বিস্ফোরক নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছিল এই জাকিরই। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা কর্তাদের অনুমান, জাকির কে জেরা করে নাশকতার ছক সম্পর্কে আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে।

সম্প্রতি একটি পাকিস্তানি টেরর মডিউলের পর্দা ফাঁস করে দিল্লি পুলিশ। তিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় মোট ছয় জঙ্গিকে। তাদের মধ্যে দু’জন আবার পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। ওই সন্ত্রাসবাদী দলটির সঙ্গে মুম্বইয়ে ধৃত জাকিরের যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার জান মহম্মদ নামের জেহাদিকে জেরা করে এই জাকির সম্পর্কে জানতে পারেন গোয়েন্দা কর্তারা।


স্বাধীনতা উত্তরপর্ব থেকে কাশ্মীর দখলের চেষ্টায় ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে একাধিক সম্মুখ সমরে লজ্জাজনক হারের পর গত কয়েকদশক ধরে ছায়াযুদ্ধের কৌশল অবলম্বন করেছে প্রতিবেশি দেশটি। ইনটেলিজেন্স রিপোর্ট অনুযায়ী, এবার ভারতে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ চালানোর ছক কষছে পাক গুপ্তচর সংস্থা ISI। ভারতের অর্থনীতিতে আঘাত হানতে দাহ্য পদার্থবোঝাই ট্রেন, বড় কারখানা, পণ্য রাখার গুদামগুলিকে টার্গেট করেছে পাক গোয়েন্দা সংস্থা ISI। এজন্য পাকিস্তানে রীতিমতো জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Share it