Blast
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বোমা ফেটে নন্দীগ্রামে মৃত্যু হয়েছে এক শিশুর। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার সন্ধ্যায় কালিচরণপুর ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের জাদুবাড়িচক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এই বোমা বিস্ফোরণ হয়।

স্থানীয় সূত্রে খবর, ওই পরিত্যক্ত বাড়িতে এলাকার তিন শিশু খেলতে খেলতে ঢুকে পড়েছিল। সেখানেই একটি পাত্রে গোলাকার বস্তু পড়ে থাকতে দেখে কৌতুহলবশত বল ভেবে তা তুলতে যায়। তখনই ঘটে বিপত্তি। বোমাটি ফেটে গুরুতর জখম হয় তিন শিশুই।

দ্রুত স্থানীয় বাসিন্দারা আহত শিশুদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে জাহিরুন খাতুন (৯) নামে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতার হাসপাতালেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাকি দু’জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের হাসপাতালে।

কোথা থেকে বোমাগুলি ওই পরিত্যক্ত বাড়িতে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশের প্রাথমিক অনুমান, এটি রাজনৈতিক রেষারেষির জেরে ঘটেছে। এই ঘটনা নিয়ে শাসক দল এবং BJP একে অপরকে দোষারোপ শুরু করেছে।

Share it