Amit Mitra new Post
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অর্থমন্ত্রিত্ব না থাকলেও অর্থ দফতরের প্রধান উপদেষ্টা থাকলেন অমিত মিত্র। অর্থ দফতর নিজের হাতে রেখে রাজ্যের ৩ বারের অর্থমন্ত্রীকে উপদেষ্টা পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

নতুন পদে পূর্ণমন্ত্রীর মর্যাদাই পাবেন অমিত মিত্র। ঠিক যেভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা পদ তৈরি করা হয়েছিল। রাজ্যের অর্থবিষয়ক মুখ্য উপদেষ্টা রাজ্যে নতুন পদ। এই পদেই অমিত মিত্রকে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রীকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পরামর্শ দেবেন তিনি। ওই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে।

শুধু অর্থমন্ত্রকই নয়, রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকটি দফতরেই রদবদল করা হয়েছে। সদ্যপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে পুলক রায়কে। তিনি বর্তমানে রাজ্য মন্ত্রিসভার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী। পঞ্চায়েত দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হল তাঁকে। অর্থ দফতরের প্রতিমন্ত্রীর পাশাপাশি পুর ও নগরোন্নন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমাকে।

বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুইঞাঁকেও। রাজ্যের নয়া ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সবংয়ের তৃণমূল বিধায়ক তথা জলসম্পদ উন্নয়নমন্ত্রী মন্ত্রী। অসুস্থ সাধন পান্ডের স্থানে তাঁকে ওই দায়িত্ব দেওয়া হল।

দায়িত্ব বেড়েছে শশী পাঁজারও। স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দফতরের ভার দেওয়া হল তাঁর হাতে। নারী ও সমাজকল্যাণ দফতরের পাশাপাশি বাড়তি এই দায়িত্ব দেওয়া হল তাঁকে। এছাড়াও শিল্প ও বাণিজ্য দফতরের পাশাপাশি শিল্প-পুনর্গঠন দফতরের দায়িত্ব সামলাবেন পার্থ চট্টোপাধ্যায়।

Share it