Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মধ্য কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে বুধবার একতা শিল্পী গোষ্ঠীর শ্যামা প্রতিমার নিরঞ্জন অনুষ্ঠান সম্পন্ন হল ধুমধাম সহকারে। বেশ কয়েকটি ভ্যানে আলোর খেলা নজর কেড়েছিল এলাকাবাসী ও পথচারীদের। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় হাজির ছিল মিউজিক্যাল ব্যান্ডও।

গত শুক্রবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির স্বামী অচ্যুতানন্দ পুরী, অভিনেত্রী পাপিয়া অধিকারী ও সংগীত শিল্পী লাজবন্তী রায়ের উপস্থিতিতে এই পুজোর উদ্বোধন হয়। ৬২ বছরে পদার্পণ করা একতা শিল্পী গোষ্ঠীর এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি। তিনি ও বিহারের প্রাক্তন মন্ত্রী সন্তোষ সুমন এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত।

এবারও পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল বেশকিছু সামাজিক কর্মকাণ্ড। এবার এই পুজো বেশ কয়েকটি সম্মান ও পুরস্কারও জিতে নিয়েছে। আসছে বছর আবারও শ্যামা মায়ের আরাধনার প্রতীক্ষায় পথ চেয়ে নতুন করে দিন গোনা শুরু করেছেন একতা শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

Share it