ভারতীয় জাদুঘরে 'আদিচিত্র' প্রদর্শনী ও বিপনন
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কলকাতায় ভারতীয় জাদুঘরে শেষ হল দশদিন ব্যাপী আদিবাসী চিত্রকলা প্রদর্শনী ও বিপনন। আদিচিত্র নামাঙ্কিত এই প্রদর্শনীতে আদিবাসী শিল্পীদের হাতে তৈরি শিল্পকলার তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও ছিল। মূলত আদিবাসীদের শিল্প প্রতিভা ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রদর্শনী ও বিপননের আয়োজন করা হয়েছিল ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রকের উদ্যোগে। পাশাপাশি লাইভ আর্ট বা কর্মশালারও আয়োজন করা হয়েছিল এখানে। অর্থাৎ শিল্পীরা দর্শকদের সামনেই নিজেদের সৃষ্টিকে মেলে ধরেছিলেন ভারতীয় জাদুঘরে। ১৫ নভেম্বর বিরষা মুন্ডার জন্মজয়ন্তীতে সূচনা হয়েছিল এই প্রদর্শনীর।

আদিচিত্র প্রদর্শনীতে নিজের হাতে তৈরি ছবি নিয়ে হাজির হয়েছিলেন হুগলির আদিবাসী শিল্পী উৎপল হাঁসদা। জানালেন এরকম প্রদর্শনীতে অংশ নিতে পেরে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ তিনি। প্রদশর্নীতে তাঁর ছবি ভালো বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন শিল্পী।

ভারতীয় জাদুঘরের শিক্ষা আধিকারিক সায়ন ভট্টাচার্য জানিয়েছেন, নভেম্বর-ডিসেম্বর মাসে এখানে দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন। তাঁদের কাছেও এই প্রদর্শনী ও বিপনন বড় আকর্ষণ হিসেবে দেখা দিয়েছিল। জনজাতি গোষ্ঠীর শিল্পপ্রতিভাকে তুলে ধরতে আগামীদিনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে।

বাংলার পাশাপাশি মধ্যপ্রদেশ ও গুজরাত থেকেও আদিবাসী শিল্পীরা অংশ নিয়েছিলেন এই প্রদর্শনীতে। মূলত আদিবাসী সংস্কৃতি, জীবনযাপনকেই ক্যানভাসে তুলির টানে সাজিয়ে তোলা হয়েছে। শুধু ছবিই নয়, এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল আদিবাসীদের হাতে তৈরি জামাকাপড়, অলঙ্কার, নানারকম সামগ্রীর হস্তশিল্প ও খাদ্যসামগ্রীও। স্থানীয় মানুষের পাশাপাশি এই ধরনের প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন বিদেশি পর্যটকরাও।

Share it