মুক্তারাম বাবু স্ট্রিটে একতা শিল্পী গোষ্ঠীর কালীপুজোর উদ্বোধনে স্বামী অচ্যুতানন্দ পুরী, পাপিয়া অধিকারী, লাজবন্তী রায় ও অন্যান্যরা
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শুক্রবার সন্ধ্যায় কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে একতা শিল্পী গোষ্ঠীর কালীপুজোর বর্ণময় উদ্বোধন হয়ে গেল। শক্তির আরাধনার সূচনা করলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোস্যাইটির পাবলিসিটি সেক্রেটারি স্বামী অচ্যুতানন্দ পুরী, অভিনেত্রী পাপিয়া অধিকারী ও বিশিষ্ট সংগীত শিল্পী লাজবন্তী রায়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। এখানকার পুজো এবার ৬২ বছরে পা রাখল।

পুজো কমিটির তরফে সন্দীপ ধর জানান, তাঁর পূর্বপুরুষরা এই পুজো শুরু করেছিলেন। সাবেকিয়ানা বজায় রেখেই এখানে পুজো করা হয়। এই পুজো বিহারের সঙ্গে বাংলার আত্মিক সংযোগ বলেও উল্লেখ করেন তিনি।

কালীপুজোয় শক্তির আরাধানার পাশাপাশি শান্তি পেতে চাইলে আধ্যাত্মিক চিন্তাভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে বলে অনুষ্ঠানে বার্তা দেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা।

এই পুজোর সঙ্গে বহুদিন ধরেই যুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। যুক্ত আছেন বিহারের প্রাক্তন মন্ত্রী সন্তোষ সুমনও। যদিও রাজনৈতিক কর্মসূচির কারণে তাঁরা এইদিন কলকাতায় আসতে পারেননি। তবে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছো জানিয়েছেন জিতন রাম মাঝি।

Share it