Amir Dervisevic
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শনিবারের বারবেলা স্লোভেনিয়ান মিড ফিল্ডার আমির ডার্ভিসেবিচের (𝓐𝓶𝓲𝓻 𝓓𝓮𝓻𝓿𝓲š𝓮𝓿𝓲ć) সঙ্গে কাটাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। এবারের ISL স্কোয়োডের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে লাল-হলুদে (SC East Bengal) চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২৯ বছর বয়সী এই মিড ফিল্ডার এন কে ম্যারিবর (𝐍𝐊 𝐌𝐚𝐫𝐢𝐛𝐨𝐫) থেকে এসসি ইস্টবেঙ্গলে এসেছেন। তাঁর সেই প্রাক্তন দলেরই কয়েকটি ম্যাচের ছবি পোস্ট করা হয়েছে ক্লাবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলিতে।

স্লোভেনিয়ায়ন এই তারকা মিড ফিল্ডার ১৫ বারের সেদেশের প্রিমিয়ার লিগ জয়ী এন কে মারিবরের প্রাক্তন সদস্য। আট বছর কাটিয়েছেন এই টিমে। খেলেছেন ১৬১টা ম্যাচ। ১৮টি গোলও রয়েছে তাঁর নামের পাশে। তিন বার মারিবরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন এই স্লোভেনিয়ান মিড ফিল্ডার।


সেইসঙ্গে স্লোভেনিয়ান কাপের মুকুট এবং ২০১৪-তে চ্যাম্পিয়নস লিগেও খেলতে সাহায্য করেছিলেন দলকে। সুতরাং এমন এক তারকা ফুটবলারের সঙ্গে দ্বিপ্রাহরিক শনিবার কাটানোর জন্য আনন্দ উপভোগ করছেন ক্লাব কর্তাদের সঙ্গে সমর্থকরাও।

Share it