EB_Darren
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডাচ-টাচের সঙ্গে রবিবার ছুটির দিন উদযাপনে এগিয়ে এসেছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদ পঞ্চম বিদেশি হিসেবে সই করিয়েছে নেদারল্যান্ডসের ডাকেন সিডোয়েলকে (Darren Sidoel)। স্প্যানিশ ক্লাব হারকিউলিস সিএফ-এ প্র্যাকটিসের কিছু ছবি প্রকাশ করে এমনই কথা জানিয়েছে লাল-হলুদ শিবির (SC East Bengal)।


২৩ বছরের ডারেন সিডোয়েল মানোলো ডিয়েজের অধীনে হারকিউলিস সিএফ-এ খেলেছেন। সেকথা জানিয়েছেন সিডোয়েল নিজে। মানোলো স্যারের সঙ্গে নতুন করে জুটি গড়ে তুলতে তিনি যে মুখিয়ে আছেন সেকথাও তিনি জানিয়েছেন।

সেন্টার ব্যাক ও সেন্ট্রাল মিড ফিল্ডার হিসেবে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন ডারেন। খেলেছেন স্প্যানের দ্বিতীয় ডিভিশন ক্লাব কর্ডোবা সিএফ-এও।

ইস্টবেঙ্গল সমর্থকদের পাঠানো এক বার্তায় ডারেন ‘জয় ইস্টবেঙ্গল’, ‘নমস্তে’ শব্দ উচ্চারন করে ইতিমধ্যেই সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন। এখন শুধু অপেক্ষা গোয়ার মাঠে Hero ISL-এর লাল-হলুদ জার্সি পরে মাঠে নামা।

Share it