ICC T20 World Cup 2021
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে T-20 World Cup অভিযান শুরুর আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। আর সেই দুটি ম্যাচ হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ICC সূত্রে এখবর জানা গেছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচটি কোহলিরা খেলবেন ১৮ অক্টোবর। ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার সঙ্গে টিম ইন্ডিয়া খেলবে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচটি।


দুটি ম্যাচই টেলিকাস্ট হবে স্টার স্পোর্টস চ্যানেলে। ৮ সেপ্টেম্বর BCCI-এর তরফে এবারের বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। মেন্টর হিসেবে দলে যুক্ত করা হয়েছে MS ধোনিকে। দলের রয়েছেন আর অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। এবার বিশ্বকাপের খেলাগুলি হবে আরব আমিরশাহী ও ওমানের মাঠে।

Share it