নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাত্র কয়েক ঘণ্টা হয়েছে এসসি ইস্টবেঙ্গল অফিসিয়ালি ঘোষণা করেছে মাত্র ২৫ বছর বয়সেই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রানজো প্রসের নাম। আর সঙ্গে সঙ্গে লাল-হলুদ সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন এই প্রাক্তন লাজিয় তারকা। সমর্থকদেরও তাঁর ভালোবাসা জানিয়েছেন প্রানজো। এসসি ইস্টবেঙ্গলকে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি যা বললেন তাতে লাল-হদুল সমর্থকদের হৃদয়ে স্থান পাওয়া যে স্রেফ সময়ের অপেক্ষা তা নিসন্দেহে চোখ বুজে বলে দেওয়া যায়। শুনে নেওয়া যাক ফ্রানজোর ভিডিও বার্তা।
🔉 VOLUME UP 🔉
𝐅𝐫𝐚𝐧𝐣𝐨 𝐏𝐫𝐜𝐞, all the way from 🇭🇷 , only for you #TorchBearers.
Happy? Let us know in the comments below. 😍 🔴🟡 #FranjoIsOurs #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/gJ2rvb5L4B
— SC East Bengal (@sc_eastbengal) September 15, 2021
এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি দারুন খুশি এবং খুব উচ্ছ্বসিত। এসসি ইস্টবেঙ্গলের মতো এত বড় ক্লাবের অফার প্রথম যখন আমার কাছে আসে আমি এক মুহূর্ত ভাবিনি। বিশ্ব ফুটবলের অনেক বড় বড় নামীদের সঙ্গে আমি খেলেছি। যেটা আমাকে আরও পরিণত হতে সাহায্য করেছে। আর সেই অভিজ্ঞতাই ISL-এ কাজে লাগিয়ে আমার টিমকে আরও ভালো খেলতে সাহায্য করব। ভারতে আমার খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং আমি শুনেছি এই ক্লাবের বিশাল একটা সমর্থক রয়েছে। এটা খুবই দুঃখের যে সেইসব সমর্থকরা মাঠে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু আমরা তাঁদের জন্য খেলব। আমরা সবসময় সমর্থকদের জন্য প্রার্থনা করব।