নিউজ ওয়েভ ইন্ডিয়া: T20 ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট কোহলি। T20 বিশ্বকাপের পরেই তিনি এই অধিনায়কত্ব ছাড়ছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছেন স্বয়ং কিং কোহলি। কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্বয়ং কোহলি।
নেটমাধ্যমে বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়ার্কলোড। গত ৮-৯ বছর ধরে ক্রিকেটার হিসেবে এবং ৫-৬ বছর ধরে অধিনায়ক হিসেবে আমাকে সেই ওয়ার্কলোড নিতে হয়েছে। তাতে ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের দলকে নেতৃত্ব দেওয়ার আগে আমার কিছুটা সময় দরকার। টি-টোয়েন্টি অধিনায়ক থাকাকালীন আমি দলের হয়ে নিজের সর্বস্ব দিয়েছি। এ বার ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরাটা দেব।’
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
এরপরেই তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্তে আসতে আমার অনেক সময় লেগেছে। যারা আমার কাছের মানুষ, সেই কোচ রবি শাস্ত্রী এবং রোহিতের সঙ্গে কথা বলেই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর t-20 ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। BCCI সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি নির্বাচকদের সঙ্গেও আমার কথা হয়েছে। নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়েই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে সেবা করে যাব।’