Gujarat Accident
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাখে হরি মারে কে। এই প্রবাদটি আরও একবার সত্য প্রমাণিত হল ভাদোদরার এই যুবকের ক্ষেত্রে। বাইক নিয়ে সোজা বাসের তলায় চলে গিয়েছিলেন। বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না। সেখানে আশ্চর্যজনকভাবে প্রাণে বাঁচলেন যুবক। শুধু বেঁচে যাওয়াই নয়। একেবারে অক্ষত অবস্থায় উঠে দাঁড়িয়ে ফের বাইক চালিয়ে চলে গেলেন তিনি।


দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহুদে জাতীয় সড়কের ওপর। বাসটিকে Wrong Side-এ ওভারটেক করে এগিয়ে যেতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু, CCTV ক্যামেরায় দেখা গেছে তিনি তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। আর তাতেই বাসের গায়ে বাইক নিয়ে সজোরে ধাক্কা মারেন তিনি। কিন্তু, বাসের ভার ও গতির জন্য ভারসাম্য হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। চন্ত বাসটি সোজা যুবকের গায়ের ওপর উঠে আসে। এরপরই চালক ব্রেক কষে বাসটি থামিয়ে দেন। দেখা যায় বাসের নীচ থেকে অক্ষত অবস্থায় উঠে আসছেন সেই যুবক। এরপর ধীরে ধীরে বাইকটি রাস্তা থেকে তুলে ফের নিজের গন্তব্যের দিকে রওনা দেন তিনি।

Share it