Arjun Singh
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পরপর বোমাবাজির ঘটনা তদন্তে সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে NIA প্রতিনিধি দল। তদন্তভার গ্রহণের পরে এই প্রথম BJP সাংসদের বাড়ি গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার ১৮ সদস্যের প্রতিনিধি দল তাঁর বাড়িতে যান। কথা বলেন সাংসদ-পুত্র পবন সিংয়ের সঙ্গেও।

তদন্তকারীরা সাংসদের বাড়ির পেছন থেকে নমুনা সংগ্রহ করেন। উপস্থিত ছিল ফরেন্সিকের বিশেষ প্রতিনিধি দলও। গত ৮ সেপ্টেম্বর ফোনে পবন সিংয়ের সঙ্গে বোমাবাজির ঘটনায় কথাও বলেন NIA আধিকারিকরা।


প্রসঙ্গত, তদন্ত হাতে নেওয়ার পরই NIA-র তরফে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারায় খুনের চেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি মামলাও দায়ের করা হয়। এরপর প্রথমে তিন সদস্য ও পরে আরও ১৫ সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছয় জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়িতে।

Share it