Daniel Chima
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রত্যাশামতোই ড্যানিয়েল চিমাকে সই করাল SC East Bengal। তিনবার নরওয়ের প্রথম ডিভিশন লিগজয়ের সঙ্গে জড়িত এই স্ট্রাইকারকে ঘিরে বেশ কিছুদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। বৃহস্পতিবার তাঁর সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ।

৩০ বছরের চিমার পুরো নাম ড্যানিয়েল চিমা চুকউ। নাইজেরিয়ার নাগরিক চিমা ফেসট্যাক স্পোর্টের হয়ে প্রথম খেলতে শুরু করেন। এরপর ২০১০-এ নরওয়ের প্রথম ডিভিশনের দল লিনে খেলতে শুরু করেন। কেরিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে মোট ২৬৪টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৯৫টি গোল। শেষ দু’বছর চিনের লিগ ওয়ানে তাইঝু ইউয়ান্ডারের হয়ে খেলেছেন চিমা। সেখান থেকেই এবার তিনি আসছেন লাল হলুদে।

এক চিমাকে কলকাতা ময়দান ‘কালো চিতা’ নামে চেনে। সেই চিমা ওকোরি বড় আদরের, ভালোবাসার ছিল শহরের ফুটবল প্রেমী মানুষের। এবার আরও এক চিমা কলকাতা মাতাতে আসছে। SC East Bengal-এর চতুর্থ বিদেশি হিসেবে দলে যোগ দিচ্ছেন তিনি। বৃহস্পতিবারই ক্লাবের তরফে অফিসিয়ালি ড্যানিয়েল চিমা চুকউ-এর নাম ঘোষণা করা হল।

Share it