daniel_chima
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এসসি ইস্টবেঙ্গলে সই পর্ব শেষ করেই সমর্থকদের প্রতি বার্তা দিলেন চিমা চিকউ। তিনি বলেন নরওয়েতে আমি বেশ কয়েকটি খেতাব জিতেছি। সেখানে আমি ভালো ভালো কোচেদের সান্নিধ্যে এসেছিলাম। আমি আমার অভিজ্ঞতা দিয়ে সতীর্থদের পাশে দাঁড়াব এবং দলের হয়ে ভালো পারফরমেন্স করার চেষ্টা করব।

নরওয়ের প্রথম ডিভিশন ক্লাব Molde FK-কে তিনবার লিগ (২০১১, ২০১২, ২০১৪) জয় করতে সাহায্য করেছেন এই গোল মেশিন। এছাড়াও দুবার নরওয়েয়ান কাপ (২০১৩, ২০১৪) জিততেও বড় ভূমিকা ছিল চিমার। ২০১৩ সালে নরওয়েতে লিগে ১৩টি গোল করে টপ স্কোরারও হয়েছিলেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান ম্যানেজার ওলে গানার সোল্কসজায়ারের অধীনেও ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন চিমা।

Molde FK ছাড়াও পোলিস লিগেও বড় দলে খেলেছেন চিমা চুকউ। ২০১৭ সালে তিনি পোল্যান্ডের Legia Warsaw দলে যোগ দেন। ৯টি ম্যাচ খেলেছিলেন Legia Warsaw-এর হয়ে। এই ম্যাচগুলির মধ্যে ছিল EUFA Europa League এবং UEFA Champions League qualifiers-এর মতো ম্যাচও। ২০১৮ সালে ফের Molde FK-তে ফিরে আসেন Daniel Chima Chukwu। সেখানে ১৭টি ম্যাচে ৬টি গোলও করেন। এর পর তিনি চিনের একটি ক্লাব Heilongjiang Lava Spring-এ চলে যান। সেখানে ২০১৯ সাল পর্যন্ত খেলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে চিনের Taizhou Yuanda ক্লাবে যোগ দেন। সেখান থেকেই আসেন SC East Bengal-এ। চিমাকে নিয়ে চতুর্থ বিদেশি এলেন এসসি ইস্টবেঙ্গলে।

Share it