Mario Rivera at PC before Chennayin Match
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মানসিকভাবে ইতিবাচক থাকা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে না বলে মনে করেন SC East Bengal-এর হেড কোচ মারিও রিভেরা।

বুধবার চেন্নাইন এফসির মুখোমুখি হওয়ার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রিভেরা দাবি করেন, “ছেলেরা মানসিকভাবে চাঙ্গাই রয়েছে। ম্যাচের ফলাফলের ওপর মানসিকভাবে ভালো থাকাটা নির্ভর করে না। করে পারফরমেন্সের ওপর। অনেক সময় ভালো খেলেও ম্যাচ হেরে যেতে পারে আবার খারাপ খেলেও জিতে যাওয়া যায়। ছেলেরা ভালো খেলেছে। তাই মানসিকভাবে ভালো জায়গাতেই রয়েছে।”

চেন্নাইনের বিরুদ্ধেও মার্সেলো-পেরোসেভিচকে দেখা যাবে কিনা, জানতে চাওয়া হলে স্প্যানিশ কোচ বলেন, “এই জুটি ডার্বি ম্যাচে চমৎকার খেলেছে। সবাই এটাই জানতে চায়। কিন্তু, সমস্যা হচ্ছে মার্সেলো ইংরেজি জানে না। তবে পেরোসেভিচের সঙ্গে একটু একটু করে বোঝাপড়া তৈরি হচ্ছে।”

Share it