SCEB Practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দ্বিতীয় দফার কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ফের স্বমহিমায় মাঠে অনুশীলনে SC East Bengal-এর ফুটবলাররা। সোমবার থেকে ফের অনুশীলনে নেমেছেন রফিক, মার্সেলা, হীরা মণ্ডলরা।

গত সপ্তাহে দক্ষিণ গোয়ার হোটেল ছেড়ে উত্তর গোয়ায় নতুন হোটেলে উঠেছে লাল-হলুদ শিবির। অনুশীলনের মাঠও নতুন। নতুন হোটেলে পৌঁছেই কোয়ারেন্টাইন পর্ব শুরু করে দেয় SC East Bengal টিম। হোটেলের রুমেই চার্ট মেনে শারীরিক কসরত করছিলেন ফুটবলাররা। এবার ফের মাঠে নেমে অনুশীলন শুরু হয়েছে সোমবার থেকে। হাসিখুশি মেজাজেই অনুশীলন করতে দেখা যায় ফুটবলারদের। সেই ছবি ইনস্টাগ্রাম সহ বিভিন্ন অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ক্লাব কর্তারা।

এদিকে রবিবার রাতেই ভারতের হয়ে অনূর্ধ্ব ২৩ AFC এশিয়ান কাপ খেলে দেশে ফিরেছেন লাল-হলুদের অন্যতম তরুণ ফুটবলার অমরজিৎ সিং কিয়াম। তাঁকে দলের তরফে ভার্চুয়ালি স্বাগত জানায় দল। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠেছেন অমরজিৎ। তাঁর কোয়ারেন্টাইন পর্ব শুরু হওয়ায় কয়েকদিন পরে অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন এই তরুণ মিডফিল্ডার।

Share it