India vs Newzeland
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভারত, নিউজিল্যান্ড দু’দলই পাকিস্তানের কাছে হারায় রবিবারের ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়িয়েছে দুই প্রতিদ্বন্দ্বীর কাছে। ভারতীয় দলে বিরাট না হলেও দু-একটি পরিবর্তনের ক্ষেত্রে মত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোহলির দলে সবথেকে বড় সমস্যা হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে। কারণ তিনি দলে রয়েছেন ব্যাটার হিসেবে। কাঁধে চোটের কারণে বল করতে পারছেন না। ফলে ভারত একজন কম বোলার নিয়ে খেলছে বিশ্বকাপের মঞ্চে।

সুনীল গাওস্কর বলেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে চোট পাওয়ায় হার্দিক পান্ডিয়া যদি বল করতে না পারেন, তা হলে ঈশান কিষানকে সুযোগ দেওয়া উচিত। ও খুব ভাল ছন্দে রয়েছে।” পাকিস্তান ম্যাচে খারাপ বল করায় ভূবনেশ্বর কুমারকেও প্রথম একাদশে না রাখার পক্ষে মত দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি বলেছেন, “ভুবনেশ্বর কুমারের বদলে শার্দুল ঠাকুরের কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।”

তবে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো নয়। এ পর্যন্ত দুটো ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে। আর এই দুটো ম্যাচেই হারতে হয়েছে ভারতকে।

Share it