Manuel Diaz
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: SC East Bengal-এর হেড কোচের পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ISL ডার্বি নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে Manuel Manolo Diaz-কে। এতদিন ডার্বির জন্য প্রস্তুত বলে জানালেও এবার হেড কোচ জানিয়ে দিলেন দলকে যথেষ্ট আগেই ATK Mohun Bangan-এর বিরুদ্ধে ডার্বি খেলতে নামতে হচ্ছে। যদিও এটা কোনও অজুহাত হিসেবে দেখাতে রাজি নন ডিয়াজ়।

একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে লাল-হলুদের হেড কোচ বলেন, “ফুটবলার, টেকনিক্যাল স্টাফ, সদস্য দলের সকলেই ডার্বি নিয়ে কথা বলছেন। আমিও জানি ডার্বির গুরুত্ব কতটা। এর ইতিহাস ও সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব কতটা তা বুঝতে পারি। আর এই কারণগুলোর জন্যই ডার্বি জেতা অত্যন্ত জরুরি।”

ম্যানুয়েল মানোলো ডিয়াজ় জানান, “দলের দ্বিতীয় ম্যাচেই ২৭ নভেম্বর ডার্বি খেলতে নামতে হচ্ছে SC East Bengal-কে। এটা যথেষ্ট তাড়াতাড়িই। কেননা আমরা প্রতিদিনই উন্নতি করছি। আমরা ফ্রেন্ডলি খেলছি ও অনুশীলন করছি। কিন্তু, এটা নিয়ে আমি কোনও অজুহাত দিতে রাজি নই। আমরা বিপক্ষের ক্ষমতা জানি। তাদের কোচকেও জানি। তিনি যথেষ্ট অভিজ্ঞ। ভারতে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে। একটা স্কোয়াড হিসেবে তারা বেশ কয়েক বছর ধরে একসঙ্গে খেলছে। তারা দু-আড়াই মাস আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে কোনও অজুহাত দেব না। আমরা আমাদের ১০০ শতাংশ দেব।”


দলের আট ফুটবলারকে ছেড়ে দেওয়া নিয়েও মুখ খোলেন ডিয়াজ়। তিনি বলেন, “এটা পেশাদারিগত সিদ্ধান্ত। একটা দলে ৩ জন গোলকিপার ছাড়া ২৪ জন ফুটবলারের সংখ্যা যথেষ্ট। এটা আদর্শ সংখ্যা। এই সংখ্যক ফুটবলারকে নিয়ে কাজ করলে ভালোভাবে কাজ করা যাবে। উন্নতি করা যাবে।”

Share it