নিউজ ওয়েভ ইন্ডিয়া: আর কিছু দিন পরেই ISL-এ SC East Bengal-এর হয়ে নিজের কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করবেন Amir Dervisevic । ২৯ বছরের এই স্লোভেনিয়ান মিডফিল্ডার লাল-হলুদের অনুশীলনে শুরু থেকেই বেশ ছন্দে রয়েছেন। ইতিমধ্যেই দলের সতীর্থদের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন তিনি। একটি খেলার পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আমির ডার্ভিসেভিচ জানালেন, “দল যছেষ্ট ছন্দে রয়েছে। এই ছন্দ ধরে রাখতে পারলে সাফল্য আসবেই।”
NK Maribor-এর এই প্রাক্তন প্লেয়ার আইএসএল-এ ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তবে দল হিসেবে ATK Mahun Bagan-কে যথেষ্ট সমীহ করছেন তিনি। জানিয়ে দিলেন, “এটিকে মোহনবাগান যথেষ্ট শক্তিশালী একটা দল। তবে আমি তৈরি আছি। কোভিড পরিস্থিতিতে ইউরোপের কোনও টিমে খেলা খুবই কঠিন এবং কষ্টসাধ্য। তোমার হাতে ১০টা টিম থাকলে তুমি সেটা পছন্দ করে দিতে পার। কিন্তু তোমার হাতে যদি কোনও টিম না থাকে তাহলে অনুশীলন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে।”
ডার্ভিসেভিচ বলেন, “আমি তিন মাস ফুটবলের বাইরে ছিলাম। এটা খুবই কঠিন দিন ছিল। আমার হাতে কোনও টিম নেই। আমি একা প্র্যাকটিস করছি। যখন তুমি কোনও টিমের সঙ্গে প্র্যাকটিস করছ সেটা একরকম কিন্তু একা প্র্যাকটিস করলে সেটা ঠিকঠাক হয় না। সেইসময় আমি ইস্টবেঙ্গলের কাছ থেকে প্রস্তাব পাই। আমি ভারতীয় লিগ সম্পর্কে জানার চেষ্টা করছি এবং ইস্টবেঙ্গলের খেলার সম্মতি দিই। আমার এক প্রাক্তন সতীর্থ Chennaiyin FC এবং Delhi Dynamos-এ খেলেছে তিন-চার বছর। সেই আমাকে ভারতীয় লিগ সম্পর্কে জানায়। এবং তারপরেই আমি এখানে খেলার সিদ্ধান্ত নিই।”