Rahul Dravid
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নাম ঘোষণা করল BCCI। দুবছরের জন্য ভারতীয় সিনিয়র জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন ‘মিঃ ডিপেন্ডবল’। ২০২৩-এর একদিনের বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। দেশের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে তিনি হেড কোচের দায়িত্ব নিচ্ছেন।


নিউজিল্যান্ড দলের ভারত সফর শুরু হচ্ছে ১৭ নভেম্বর। বুধবার সর্বসম্মতভাবে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্য সুলক্ষণা নায়েক ও আর পি সিং রাহুল দ্রাবিড়ের নামে শিলমোহর দেন হেড কোচ হিসেবে।

দায়িত্ব নিয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। বলেন, “আমি এই ভূমিকা পালনের জন্য মুখিয়ে আছি। রবি শাস্ত্রীর অধীনে ভারতীয় দল খুবই উন্নতি করেছে গত কয়েক বছরে। আমি সেই ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। দলের অধিকাংশ ছেলেদের সঙ্গে আমি ইতিপূর্বে কাজ করেছি। আমি তাদের আবেগ এবং স্বপ্ন সম্পর্কে জানি। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা আগামীদিনে খেলতে চাই।”

এদিকে রাহুল দ্রাবিড়ের হেড কোচ নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, “রাহুল অত্যন্ত বর্ণময় ক্রিকেটার এবং একজন অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। রাহুল কোচিংয়ের বিষয়ে অনেক অভিজ্ঞ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেক প্রতিভা ওর হাত দিয়ে উঠে এসেছে। আমি আশাবাদী ও ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

Share it