Fowler Tweet
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এসসি ইস্টবেঙ্গলকে বিদায় বার্তা পাঠালেন প্রাক্তন হেড কোচ রবি ফাওলার। গত ISL-এ দলকে কোচিং করিয়ে যে সুখানুভূতি অর্জন করেছিলেন তিনি ও তাঁর সতীর্থরা সেকথাই বারবার মনে করিয়ে দিয়েছেন তিনি। টুইট বার্তায় তিনি সবশেষে ‘জয় ইস্টবেঙ্গল’ বলেও সম্বোধন করেন।


গাফার বলেন, “ভারতে আমার সময় কাটানোর মুহূর্ত শেষ হয়ে গেছে। আমি এবং আমার সতীর্থরা ভীষণভাবে গর্বিত গতবছর আমরা যা পেয়েছি তার জন্য। আমরা খুবই কঠিন পরিস্থিতিতে শেষ মরশুমটা কাটিয়েছি। প্রথমদিন থেকে আমাদের প্রতিকূল পরিস্থিতিতে লড়তে হয়েছে। তা সত্যেও আমরা একটা দারুণ টিম স্পিরিট এবং একাত্মতা তৈরি করতে পেরেছিলাম। আমার টিমের সমস্ত খেলোয়াড়দের ধন্যবাদ যারা তাদের শেষটুকু দিয়ে চেষ্টা করেছিল। আমার সতীর্থদেরও অসংখ্য ধন্যবাদ তারা নেপথ্যে থেকে আমাকে খুবই সাহায্য় করেছিল। এবং সমর্থকদেরও আবেগপ্রবণ সমর্থন পেয়ে আমি গর্বিত। এবছর যেভাবে দল তৈরি হচ্ছে এবং যেভাবে প্রস্তুতি শুরু হয়েছে তাতে আইএসএল-এ সাফল্য নিয়ে আমার কোনও সংশয় নেই। দলের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আশা করি খুব শিগগিরই আমরা মিলিত হব। জয় ইস্টবেঙ্গল।”

Share it