Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে বলিভিয়ার (Bolivia) বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করলেন। দলকে জেতালেন ৩-০ গোলে। ম্যাচে আগাগোড়াই আর্জেন্টিনার দাপট ছিল। বলিভিয়াকে হারানোর সঙ্গে সঙ্গে ফুটবল সম্রাট পেলেকেও ছাপিয়ে গেলেন মেসি। ব্রাজিলীয় কিংবদন্তির গোল ছিল ৭৭টি। গোলসংখ্যার নিরিখে মেসি অতিক্রম করলেন পেলেকে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতার এখন লিওনেল মেসি।


মেসি যেদিন ফর্মে থাকেন, সেদিন তাঁর প্রতিপক্ষরা স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন মহানায়কের বল পায়ে তাণ্ডবনৃত্য। এদিনও পেলেকে ছাপিয়ে যাওয়ার পরে আবেগের ভাসলেন লিও। চোখ দিয়ে নামল জলের ধারা। এদিন মাঠে ছিলেন তাঁর মা ও ভাই।


ম্যাচের শেষে সাক্ষাৎকারে ফুটবলের রাজপুত্র বললেন, “আমি এই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখতাম। দীর্ঘ অপেক্ষার পরে রেকর্ডটা করতে পেরেছি। দুর্দান্ত মুহূর্ত। মনুমেন্তালের দর্শকদের সামনে এই রেকর্ডটা করতে পেরেছি। এর থেকে ভালো আর কি হতে পারে।” কাঁপা গলায় বললেন, “আমার মা-ভাই স্ট্যান্ডে রয়েছে। ওরা আমার জন্য অনেক ত্যাগ করেছে। অনেক কষ্ট করেছে। ওদের সামনে এই রেকর্ড গড়তে পেরে আমি খুশি।”

Share it